আমরা প্রায়শই ইংরেজি ও হিন্দি সিনেমায় চুম্বনদৃশ্য দেখি। এটারও আবার রকমফের আছে, বাবা-মা বা দাদা-দাদির জন্য একরকম স্বল্পপরিচিতদের জন্য অন্যরকম – আবার প্রেমিক প্রেমিকাদের জন্য দীর্ঘসময়ব্যাপী অত্যন্ত আবেগঘন যৌনাবেদনময় গভীর চুম্বন — এটারই নাম French Kiss। ভারতীয় সিনেমায় এর জনক হিসেবে শ্রীশ্রী মহাচুম্বনস্বামী ইমরান হাশমী মহাশয়কে স্মরণ করা হয়। আপাতদৃষ্টিতে এটি সহজ বলে মনে হলেও বাস্তবে এটি অত্যন্ত জটিল একটি কলা। এবারে এর কলাকৌশল গুলি বলা যাক।

প্রাকচুম্বন পর্ব :
১) আপনার ঠোঁট নরম রাখুন : নরম,মসৃন ও ইষৎ ভেজা ঠোঁট চুম্বনের জন্য আদর্শ।
★ প্রয়োজনে চ্যাপষ্টিক ব্যবহার করুন — মেয়েরা হালকা সুগন্ধযুক্ত চ্যাপষ্টিক লাগাতে পারেন।
★ ঠোঁটের ডিহাইড্রেশন ঠেকাতে এক থেকে দুই গ্লাস পানি পান করুন — দেখবেন ২০/৩০ মিনিটের মধ্যেই আপনার ঠোঁট নরম হয়ে আসবে।
★ হাতে সময় না থাকলে দ্রুত ঠোঁটের ওপর আপনার জিহবা বুলিয়ে নিন — এতে করে ঠোঁট হালকা ভেজা থাকবে।
২) শ্বাস তাজা রাখুন : যে কোন ধরনের চুম্বনেই কেউ চাইবেনা তারসঙ্গীর মুখে দুর্গন্ধ থাকুক। বিশেষত French Kiss এ যেহেতু মুখ খোলা রাখতে হয় তাই এ ক্ষেত্রে তাজা শ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ ।
★ দাঁত ও মুখের যত্ন নিন — প্রয়োজনে kiss করার আগে আরেকবার ব্রাশ করে নিন।
— অন্তত কুলিকুচি করে নিন।
★ সাথে সবসময় মিন্ট ফ্লেভারের চুইংগাম রাখুন– যদি আপনার kiss করবার সুযোগ থাকে।
মুখে দুর্গন্ধ সৃষ্টকারী কোন খাদ্যদ্রব্য খাবেন না — যেমন, রসুন,পিঁয়াজ,দুধ,কফি ইত্যাদি।
৩) সঠিক মুহূর্ত বেছে নিন : একটি আবেগঘন চুম্বন আপনার ও আপনার সঙ্গীর ভবিষ্যৎ রোমান্টিক জীবনের প্রতিশ্রুতি — কাজেই প্রথম চুম্বনের একান্ত মুহূর্ত আপনার সঙ্গীর বডিল্যাংগুয়েজ দেখে বুঝে নিতে হবে।
★ একটা সফল ডেটিং এর পর বা goodnight kiss হিসেবে এটা করতে পারেন।
★ গাড়ীর বা হুডফেলা রিক্সার ভিতরে, পার্কের কোনায়, ফাঁকা সিঁড়িতে বা বাড়ীর ছাদে করতে পারেন।
★ kiss করার সময় আত্মবিশ্বাস ধরে রাখুন — ভয় পাবেন না।
৪) চোখে চোখ রাখুন : একে অপরের চোখে গভীরভাবে চোখ রাখুন — এরপরে আস্তে আস্তে ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যান।
৫) হাসুন : আপনি সত্যি সত্যি চুম্বনের জন্যে উদগ্রীব ও উত্তেজিত — এটা তাকে বুঝতে দিন।
★ আপনার হাসি তাকে ও আপনাকে রিল্যাক্সড রাখবে ও নিরাপত্তা দেবে।
★ জোরকরা হাসি, মুখবিস্তৃত হাসি,সশব্দ হাসি হাসবেন না।
৬) শুরু করুন : হালকা ও ধীরে ধীরে kissing শুরু করুন — যাতে আপনার সঙ্গীর না বলারও সুযোগ থাকে
— আবার এত ধীরে নয় যে উত্তেজনা ঝিমিয়ে পরে।
৭) আপনার মাথা একদিকে কাত করুন : সোজাসুজি এগোলে নাকে নাকে সংঘাত ঘটবে তাই হালকা ডান বা বামে মাথা হেলিয়ে নিন।
★ আপনার সঙ্গী যদি কোনদিকে মাথা কাত করে — আপনি তার বিপরীত দিকে হেলান।
৮) চোখ বন্ধ করুন : ঠোঁটে ঠোঁট স্পর্শ করার ঠিক আগমুহূর্তে চোখ বন্ধ করুন।
★ চোখ খোলা রেখে চুম্বন করাটা আপনার dishonesty ও insincerity প্রকাশ করে।
★ এছাড়া চোখ বন্ধ থাকলে আপনি ঠোঁটের স্পর্শ গভীরভাবে অনুভব করবেন।
৯) ঠোঁটে দৃঢ়ভাবে চেপে ধরুন আপনার ঠোঁট : কারন, আপনার দাদিজানকে kiss করছেন না — কাজেই ঠোঁটের মাংসপেশি ব্যবহার করুন।
মুখ হালকা খোলা রাখুন : যার ভেতর দিয়ে জিহবা যাতায়াত করতে পারে।

চুম্বন পর্ব : চুম্বনকালীন করনীয় –
১) প্রথমে পাখির পালকের মত হালকা ও নরম করে ঠোঁটে চাপ দিন।
★ এটা সঙ্গীকে আরো উদ্দীপ্ত করে তুলবে।
★ ধীরে নড়াচড়া করুন — সঙ্গীকে বুঝতে দিন এজন্য আপনার হাতে আছে দুনিয়ার সমস্ত সময়।
★ পরবর্তীতে এটা এমনিতেই দ্রুততর হবে।
২) চুম্বনের স্বাদ নিন : প্রথমে সঙ্গীর জিহবা সাড়া না দিলে আপনি উদ্দ্যোগী হোন — মুখ আরো প্রসারিত করে তাকে জিহবার সাড়া দিতে প্ররোচিত করুন।
★ আপনার দুঠোঁটের ভিতর সঙ্গীর দুটি ঠোঁট পুরে নিন — এরপর আপনার জিহবা দিয়ে তার নীচের ঠোঁটে হালকা ছোঁয়া দিন — সে যদি আগ্রহী হয় এতে সাড়া দেবেই।
★ উপরের প্রক্রিয়া দুটির শেষেও যদি সাড়া না পান তাহলে বিরত থাকুন এবং পরবর্তী সময়ের অপেক্ষা করুন।
৩) জিহবার খেলায় মাতুন : যদি সঙ্গী সাড়া দেয় তাহলে এগিয়ে যান এবং সত্যিকারের French Kiss এর আস্বাদ উপভোগ করুন।
★ জিহবায় জিহবায় জড়াজড়ি করুন — আমাদের জিহবায় রয়েছে অসংখ্য nurve endings — কাজেই বিভিন্নভাবে এর স্বাদ উপভোগ করুন। বেশী ভিতরে যাবেননা।
৪) শ্বাস : Kissing দীর্ঘসময়ব্যাপী চললেও অনেকসময় শ্বাস নেবার কথা মনেই থাকেনা তবুও নাক দিয়ে হালকা স্বাস নিন।
★ প্রয়োজনে হালকা বিররি নিতে পারেন — তবুও এ সময়ে রোমান্টিকতা ধরে রাখতে চিবুকে চিবুক মিলিয়ে রাখুন ।।
——–
——–

৪২০৬জন ৪১০৫জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ