ছুটছে গাড়ি। ছুটন্ত গাড়িতেও তোমায় মনে পড়ে-------------------- চোখের ছাপে নিরুদ্বেগ ইচ্ছেরা হানা দেয় হা হা করা হাহাকারে ভেতর জুড়ে শিশিরের পিনপতন নীরবতা অপেক্ষা গান করে নিজের করা সুরে। অক্ষত এক আকাশে ক্ষতগুলো মিশে যায়না মেলানো ডানার ভাজে রক্তাভ দাগ নীলচে থেকে নীলাভ, গাঢ় বাদামী জলছাপ জলেও মোছেনা। ছুটে চলা টাট্টু সময়, একদিন বেঁধে দেবে চোখ [ বিস্তারিত ]