ঘর ভর্তি প্রবল বিশুদ্ধ বাতাস,আমি জানলায় পৌঁছুতে পারছিনা । এক মুঠো বাতাসের জন্য শুধুই হাঁস-ফাঁস । নাছোড় বান্দা আমি,তবুও জানলাতেই ঝাঁপিয়ে বেড়াই । কতবার আছড়ে পড়লে উঠে দাঁড়াতে পারব ! জানিনা । দরবেশ হতে হবে না জেনে পুণ্যের হিসাব রাখিনি, যাইনি মসজিদে বা মন্দিরে , পরম রহস্যের উন্মোচন! শুধুই পণ্ডশ্রম। ============================================================= এই যদি হয় [
বিস্তারিত ]