বলেছিলাম তোমাকে লিখবো খুব শীঘ্রই---তাই আজ থেকেই শুরু করলাম তোমাকে চিঠি লিখা---চিঠির শুরুতে সম্বোধন-এমনকি নানা উপমাও থাকে---কিন্তু আমি কোনো কিছু ছাড়াই শুরু করলাম তোমাকে লিখা---কারণ তোমার জন্য আমি কোনো উপমাই খুঁজে পাচ্ছি না—কি বলে সম্বোধন করি বলো?---প্রথমে তোমার ১টা নাম রাখা দরকার কি বলো?—না ১টা না-প্রতিটা মানুষেরই ২টা নাম থাকে---তাই তোমার জন্যও ২টা নাম দরকার---বুদ্ধু [ বিস্তারিত ]