আজকাল আমাকে খুব করে খুঁজি, খুঁজছি নিখোঁজ বিজ্ঞপ্তিও দিয়েছি অবসর কাগজে প্রতি পাতায় পাতায় শিরোনামসহ দগদগে লাল অক্ষরে, তবু কারো চোখে পড়ে না। আমার পাওয়ারই চশমাও আজকাল ঝাঁপসা বড়, নেই, আমার কোনো হদিস নেই কোথাও। শুধু টের পাই, দিন শেষে এক রাত্রি নামে উদ্দেশ্যহীন, গন্তব্যহীন। দীর্ঘ সন্ধ্যাজুড়ে যে কুমারি মুহূর্ত তাতেও আমার হৃদস্পন্দনের কোনো [ বিস্তারিত ]