বুকে একরাশ কষ্ট জমাট বেধে আছে, কি বলবো অর্থাৎ কি লিখব ভাষা খুঁজে পাচ্ছিনা। একসময় তুমি আমার সবকথা কে ভালবাসতে, ভালবাসতে আমার বাঁচালের মত বলে যাওয়া বক্তব্যকে। সবসময় ফোনটাকে হাতের কাছে রাখতে ভাবতে এই বুঝি আমি ফোন দিবো। ফোনটা রিছিভ করতে, বেজে ওঠার আগেই। অপেক্ষা করতে কখন আমি তোমাকে একটা এসএমএস দিবো, মনে মনে অনেক [ বিস্তারিত ]