ওখানে, ওই বাড়িটিতে তোর যাপিত জীবন কেমন কাটে যেখানে একজন রাত নিশীথে থাকতেন নির্ঘুম প্রার্থনারত, তোর, আমার, আমাদের মঙ্গল কামনায় অবিরত চাওয়াগুলো পূরণের চেষ্টায় ছিলেন বিরামহীন ব্যকুল, সব ভালগুলো এনে দিবেন বলে ছুটতেন একুল- ওকূল ওখানে, যেখানে সবকিছুতেই ছিল আমাদের ভাগাভাগি, ভর দুপুরে হাতে পাওয়া পত্রিকা নিয়েই কেবল কাড়াকাড়ি টিফিনের পয়সা বাঁচিয়ে কিছু দিতে পারা [
বিস্তারিত ]