এই মাটি

শাহ আজিজ ১১ নভেম্বর ২০১৩, সোমবার, ০৭:৩১:৪০অপরাহ্ন বিবিধ ১০ মন্তব্য

এই মাটি যে আমার মা
এই মাটি যে আমার স্বপ্ন
এই মাটির বুকে মাথা দিয়ে
ঘুমিয়ে থাকি আমি দিবা রাত্র ।

এই মাটির বুক চিরে
আমার কৃষক ফলায়
সোনালী ফসল সবুজের মাঠে

তাই এই মাটির কাছেই
আমরা ঋণী সকাল সন্ধ্যা
আর দিবা রাতে  ।।

শাহ আজিজ..৯.. ৭..২০১২

৫৩৯জন ৫৩৯জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ