চকমকি পাথরের মত স্বপ্ন-ইচ্ছে পুষে রেখেছি আন্দোলিত বুকের মাঝে, নিরস তুষের আগুন-রতি, আধা ডুবন্ত তুষার-পিণ্ডে; নিরবিচ্ছিন্ন হৃদয়ে যত্নে রাখা স্বপ্ন গুলো ধোঁয়াশা হয়ে উড়ে যেতে চায়, যায়-ও; কখনও ফিরে আসে চকচকে দু’ধার জিহ্বা নিয়ে চায় এক চুমুক স্বেদ-রক্ত, পাজি পাজি নখগুলো উঁচিয়ে রাখে, চোখ গেলে দেবে বলে, যুদ্ধরতের যুদ্ধ যুদ্ধ খ্যালা। বৃষ্টি বেজে চলা [ বিস্তারিত ]