বঙ্গবন্ধুর বুকে গুলিটা ঐদিন চালিয়েছিলো কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আদালত রাষ্ট্রপক্ষের ১, ৪ আর ৬ নাম্বার সাক্ষীর কথা রেফারেন্স হিসেবে টানেন। আমরা ঘটনা পরম্পরায় জানতে পারি মেজর মহিউদ্দিন বঙ্গবন্ধুকে অনেকটা গ্রেফতার করার কায়দায় দোতলা থেকে নিয়ে যাচ্ছিলো এই বলে যে, "স্যার আপনাকে আমাদের সাথে একটু আসতে হবে" বঙ্গবন্ধু এমন একটা অবস্থাতেও ঠান্ডা মাথায় [ বিস্তারিত ]