মাথা পুরাই আওলা জাওলা হয়ে আছে মনে হয়। চোখে ও মনে হয় কম দেখা শুরু করেছি কিনা কে জানে। প্রচন্ড ব্যস্ততায় কলম ধরা হয়ে উঠছে না।সব সময় লিখতে না পারলে ও সবার লেখা পড়ার চেষ্টা করি। এবং মন্তব্য দেয়ারও চেষ্টা থাকে। ইদানিং দেখি ভুল জায়গায় মন্তব্য দিয়ে ফেলছি। ভয়ে আছি ব্লগ থেকে না দৌড়ানি খাইতে হয়।বার বার একই ভুল হলে নিজের উপর বিরক্ত লাগে।যাদের জায়গায় ভুল মন্তব্য করে ফেলেছি, তাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। দৌড়ানির ভয়ে আপাতত সটপ থাকা শ্রেয় মনে করছি।

৫৮৪জন ৪৭৩জন

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ