আরমান হাসপাতালের জরুরী বিভাগের বারান্দায় পায়চারি করছে। ডাক্তার সাহেব এসে জানালেন রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে,দুই ব্যাগ রক্ত শীঘ্রই নিয়ে আসতে,যতদ্রুত সম্ভব ততই মঙ্গল,রোগীর অবস্থা কিন্তু আশংকাজনক,আর হ্যাঁ রোগীর রক্তের গ্রুপ ও নেগেটিভ।আমাদের হাসপাতালে নেই, আপনি অন্য কোথাও থেকে নিয়ে আসেন। ঢাকা শহরের তেমন কিছু জানা ছিলো না আরমানের,আর তার কাছে কোনো মোবাইল ও নেই,কি করবে [ বিস্তারিত ]