খেলাটা যদিও পূর্ব নির্ধারিত ছিলো না। প্রাথমিক সিদ্ধান্ত ছিলো মাঠ পরিদর্শনের। আজকাল চাইলেই মনোমতো মাঠ পাওয়া যায়না। বহুকষ্টে যখন একখানা মাঠ আবিষ্কৃত হলো, তখন সূর্য উঠেছে মাথার সোজাসুজি। তা উঠুক, এতদিন পর সুযোগ মিলেছে। ছাড়া যাবেনা কিছুতেই। মাঠের অবস্থা খুবই করুন। এই মাঠে খেলতে গেলে মান-সম্মান কই যায় কে জানে! তবুও রক্ষা, গ্যালারী ফাঁকা। হারজিৎ [ বিস্তারিত ]