দেহে সোনার পালঙ্ক আছে অপরূপ বড় বড় অট্টালিকা; রঙিন আকাশ আছে- শুধু একগুচেছা সাদা মেঘ নেই- নীল কালো মেঘে মাটির ছায়া! ঘুমাতে কষ্ট হয়- দিবারাত্রি; স্বপ্ন আর বাস্তবতার গায়ে রক্তাক্ত হাত মুখ সর্বাঙ্গ-আর কত বর্ণের ব্যবহারে নোংরামি সময় দেখো মৃত্যুই হাহাকার- লক্ষকোটি জন্মতেই খুশি, ধূলি বালি বাহারে মেঠোপথ সাদা। ১৭ ভাদ্র ১৪২৯, ০১ সেপ্টেম্বর ’২২