ধুসর কালো মৃত্যুর গাঁয়ে রক্তক্ষরণ কান্না অম্লান করে যাচ্ছে- সময় কাল; অথচ বিধাতা জানাজা করার রিজিক রাখলেন না- ভাগ্যের কি নির্মম পরিহাস- ভাবায় যায় না! মনের কষ্টটুকু প্রতিধ্বনি হচ্ছে- গন্ধ সুবাস বিমুখ বাতাসে- বাতাসে; আমার শোহ বহ ঘ্রাণ ভাসবে না তোমার নাকের ডগায়- কারণ চোখে মুখে নাকে রিজিক নাই তবুও দুই মুঠো মাটির ছুঁয়া হবে [ বিস্তারিত ]