হায়েনার দলেরা আজো উল্লাসে মাতে লাখো মায়ের বস্ত্র-হরণে, আজো প্রতিবাদে ভাইয়ের শব রাস্তায় পরে রয়; সিঁথির সিঁদুরে ধর্ষণের হোরিখেলা চলছে হরদম। অনাহারে, অর্ধাহারে দুগ্ধশিশু ডুকরে কাঁদে উঠোন জুড়ে; বাক-স্বাধীনতা আজো ভূলুণ্ঠিত হয় ক্ষমতার করাল গ্রাসে। পথে-প্রান্তরে দুর্গন্ধ আছড়ে পড়ে বেওয়ারিশ লাশের, পিতার বুকে সন্তান হারানোর আর্তনাদ আজো দৃশ্যমান; সখিনা, জাহানারারা আজো স্বামী হারিয়ে চোখের জলে [
বিস্তারিত ]