দিন কাটে না!মুখ ফোঁটে না! বিকেলবেলায় পূব আকাশে, কৃষ্নচূড়ার বুকে বুক ফাটে! সাঁঝ বেলাতে হৃদয় তলে ধোঁয়া ওড়ে! নাড়া পোড়ে! তুষ পড়ে!কবিতা পোড়ে! চোখে আমার লবন গলা বৃষ্টি পোড়ে! ধোঁয়া ওড়ে! শশ্মানে ওড়ে! কে পোড়ে? কবির বুক পোড়ে! হাত পোড়ে! চোখ পোড়ে!মুখ পোড়ে! @ বাড়ি, তারিখ-২২/০৩/১৩ সময়-১২ঃ৪১ রাত