নীল আকাশে,
ফিনিক্সের রোদ্দুর আজ আর কই?
সারা দিন আজ আকাশ মেঘলা…
অবেলায় চোখের পাতায় নোনা জল,
গাল বেয়ে বৃষ্টি গড়িয়ে ভেজে বুক,
ভেজে ফেলে আসা পথ……..
সময় যায় ,পথ চায়, অপেক্ষায়
ব্যথার তাপে গলা শুকিয়ে কাঠ
ব্যথার যন্ত্রনায় বুক ফাঁটে …
মেঘ কেটে ব্যথায় নীল আকাশ
@ বাড়ি,
তারিখ-১৬/০৩/১৩
সময়-১১ঃ৫০ রাত
৫টি মন্তব্য
প্রজন্ম ৭১
ভালো কবিতা ।
জিসান শা ইকরাম
সুন্দর ।
বনলতা সেন
অভিমান পড়ে মুগ্ধ ।
জাতীয়তাবাদী বটগাছ দল
ভালো হয়েছে টেনে টুনে আর একটু দীর্ঘ করলে বেশীক্ষন ডুবে থাকতে পারতাম
সুরাইয়া পারভীন
চমৎকার লিখেছেন
মুগ্ধতা অনিমেষ