ক্যাকটাস @ এজহারুল এইচ শেখ
কেটেছে আঘাতে,
নাকি নীল জখম!
কুঁয়োর অন্ধকারে
রাত ঝুকে উঁকি মারে,
ভার্টুয়াল প্রহেলিকা
ফালি ফালি কালি মাখা,
চাঁদ গুঁড়ো…
কেন সন্ধ্যের
সাদা-নীল পাতা
এত কেন লাল!
উঁকি মারলেই,
শোনো হাহাকার
বিকার চিৎকার!
লাল চোখে,
ভোরের ম্লান হাসি
অশ্রু মোছে
শিশির লোনা জল!
দক্ষিণা বাতাসে,
ভেজা ঘাঁ-এ
ইউরেনিয়াম পড়ে,
মেঘ বেয়ে
অম্ল-বৃষ্টি নামে,
সৃষ্টির থামে!
নখের আঁচড়ে
প্রহ্লাদ মরে,
ঘাঁ মরে না!
শুকোয়ও না,
ডট কমা মরে
কাঁদে কবিতায়!
মরুর পদ্মে
লুনি নদী
শুকিয়ে বয়…
@ বাড়ি,
তারিখ-১৬/০৩/১৩
সময়-৩ঃ১৪ বিকেল
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
কিছুটা ভিন্ন ধরেনর কবিতা , ভালো হয়েছে ।
প্রজন্ম ৭১
ভালো কবিতায় প্লাস ।
শিশির কনা
দক্ষিণা বাতাসে,
ভেজা ঘাঁ-এ
ইউরেনিয়াম পড়ে,
মেঘ বেয়ে
অম্ল-বৃষ্টি নামে,
সৃষ্টির থামে!………….. ভালো লেগেছে খুন।
লীলাবতী
+++
বনলতা সেন
মুগ্ধ !!
জাতীয়তাবাদী বটগাছ দল
ভাই কবিতায় ডুইবে আছি ডুইবে থাকতি দিন, লিখায় ভিন্নতা আছে, অনুরোধ রইলো নেক্সট কবিতা টা যেনো স্যাটায়ার হয়