সিগারেট

এজহারুল এইচ শেখ ২৩ এপ্রিল ২০১৩, মঙ্গলবার, ০৯:৩৪:৪২পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

ফিল্টারের শ্বেত কোরকে সবে
আগুন ধরেছে মধ্যরাতে একাকিত্বে,
তারপর দম দিয়ে ছাওয়ালের টান…
শ্বাস কামড়ে ধোঁয়া খায় ,আবার টান!

লাল টুক টুকে পলাশে আগুন,
নিশির কেশতো আর কই না
ফাল্গুনী চর্যা!শুধু অপলক…
ধোঁয়ায় ধোঁয়ায় বিষবৃক্ষের
ডাল পালা সারা শরীর খুবলে
খায়,দুই গাল চোখের জলে সাঁতরায়!

বিষম লাগে!প্রথম প্রথম তো,
বিষম তো লাগবেই গোল মরিচের!
কাশতে কাশতে লুটিয়ে পোড়ে
ধুলোয়,মধ্য গগনের তাঁরাখসা…

আবার দম দিয়ে সম্মোহনের টান-
ছট ফট করতে করতে…

শিখর থেকে পায়রা পড়ে!
শেষ !ফিল্টার শেষ!ছুড়ে ফেলে দাও!
পায়ের জুতোর তলা দিয়ে ডলে দাও!
নিকোটিন হীন পোড়া সিগারেট!

দ্বিতীয়বার আবার তুলে নিল হাতে
ম্যাচিস,রক্ত-করবী ঠোঁটে সিগারেট…

@ বাড়ি,
তারিখ-২২/০৪/১৩
সময়-৪ঃ৫৩ বিকেল

১৯৫১জন ১৯৩৮জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ