ফিল্টারের শ্বেত কোরকে সবে
আগুন ধরেছে মধ্যরাতে একাকিত্বে,
তারপর দম দিয়ে ছাওয়ালের টান…
শ্বাস কামড়ে ধোঁয়া খায় ,আবার টান!
লাল টুক টুকে পলাশে আগুন,
নিশির কেশতো আর কই না
ফাল্গুনী চর্যা!শুধু অপলক…
ধোঁয়ায় ধোঁয়ায় বিষবৃক্ষের
ডাল পালা সারা শরীর খুবলে
খায়,দুই গাল চোখের জলে সাঁতরায়!
বিষম লাগে!প্রথম প্রথম তো,
বিষম তো লাগবেই গোল মরিচের!
কাশতে কাশতে লুটিয়ে পোড়ে
ধুলোয়,মধ্য গগনের তাঁরাখসা…
আবার দম দিয়ে সম্মোহনের টান-
ছট ফট করতে করতে…
শিখর থেকে পায়রা পড়ে!
শেষ !ফিল্টার শেষ!ছুড়ে ফেলে দাও!
পায়ের জুতোর তলা দিয়ে ডলে দাও!
নিকোটিন হীন পোড়া সিগারেট!
দ্বিতীয়বার আবার তুলে নিল হাতে
ম্যাচিস,রক্ত-করবী ঠোঁটে সিগারেট…
@ বাড়ি,
তারিখ-২২/০৪/১৩
সময়-৪ঃ৫৩ বিকেল
৬টি মন্তব্য
লীলাবতী
কবিতায় ভালো লাগা ।
বনলতা সেন
ভালো লেগেছে খুব ।
প্রজন্ম ৭১
সুন্দর
শিশির কনা
সিগারেট খাওয়া ভালোনা
যাযাবর
সিগারেট নিয়ে কবিতা পড়তে পড়তে এখন সিগারেটের নেশা চেপেছে ।
নীলকন্ঠ জয়
শ্বাস কামড়ে ধোঁয়া খায়, আবার টান ।। 😀