একদিন ভালোবেসেছিলাম কেউ দেয়নি- অভুক্ত ফিরেছি শেষে ক্ষোভে অভিমানে পরেছি মুখোশ প্রপঞ্চ-মোহে ঢেলে দিলে উজাড় স্যাঁতস্যাঁতে বুকের আড়াল উমেল হৃদয়- গোপন রত্ন খুতি ব্যাকুল নখে খুটে খুটে খুলে দিলে সবই সখা, স্বামী, প্রেমিক, স্বপ্নপুরুষ অথবা দেবতার মতো করে পেছনে প্রবল হাতছানি- জৌবিক আলোড়ন বালুকাবেলায় এঁকে যাওয়া পদচিহ্ন মুছে ফেলে এগিয়ে যাচ্ছি কেবল নিবিড় নির্জনে আটপৌরে [ বিস্তারিত ]