হাতগুলো কেমন জড়তার সমুদ্রে তলিয়ে যায়, বুকের কাঁপুনি ছিলো আরো আগে থেকেই ঠোঁটের পারে অস্পষ্ট বেদনা ফুটে উঠতেই দৃষ্টিসীমা ঝাপসা হতে হতে শিকারী বাঘ হরিণের পিঠে বিঁধিয়ে দেয় দাঁড়ালো নখের আঁচড়। এ পোড়া বসতি, ছোপছোপ জোৎস্নার লেলিহান শিখা এ অসুস্থ জীবন অসুরের গোঁফের মতন কালো বিষন্নতা এমনটা চাইনিতো আমি কোনদিন, হে বিধাতা! আমিতো [ বিস্তারিত ]