জলের কথা বাদ দাও,এখন ঐ যে বুড়ি ব্লাউজ বিহীন সায়া বাদে শ্বেত পাতলা শাড়ি গায়ে, লাঠি হাতে পান চিবিয়ে বলে, আমার খোকাটা যে কেমন করে ঘুমিয়ে আছে? ঊনি হলেন দেশের মা! আর ঐ যে ভ্যানের চাকা গড়াতে, লাথির উপর লাথি কষে যাচ্ছে ও আমাদের দেশের একমাত্র মেয়ে! ওর উপরে সারা সংসার চলে, রাতেও বিরাম নেই,রাত [ বিস্তারিত ]