সীমার মাঝে, আসীম, তুমি
বাজাও আপন সুর ।
আমার মধ্যে তোমার প্রকাশ
তাই এত মধুর ।
কত বর্ণে কত গন্ধে,
কত গানে কত ছন্দে,
আরুপ, তোমার রূপের লীলায়
জাগে হ্রীদয়পুর ।
আমার মধ্যে তোমার শোভা
এমন সুমধুর ।
তোমায় আমায় মিলন হলে
সকলি যায় খুলে-
বিশ্ব সাগর ঢেউ খেলিয়ে
ওঠে তখন দুলে ।
তোমার আলোয় নাই তো ছায়া,
আমার মাঝে পায় সে কায়া,
হয় সে আমার অশ্রুজলে
সুন্দর বিধুর ।
আমার মধ্যে তোমার শোভা
এমন সুমধুর ।
১৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
ছন্দ কবিতা ভালো লাগলো অনেক ।
যাযাবর
কবিতায় ভালো লাগা ।
শিশির কনা
এতদিন পরে পোস্ট দিলেন কেন ? কবিতা ভালো হয়েছে।
ছাইরাছ হেলাল
ছন্দোময় লেখা পড়লাম ।ভাল লাগল ।
লীলাবতী
ছন্দ ভালো লাগে খুব।
আদিব আদ্নান
এত এত দিন পরে লিখলে চলবে না ।
ছন্দময়তায় কিছুক্ষণ মন্দ নয় ।
সোনিয়া হক
ছন্দ যুক্ত সহজ কবিতা , এমন কবিতা বুঝতে সহজ।
শিশির কনা
ভালো লিখেছেন তো 🙂
প্রিন্স মাহমুদ
bah! বাহ
অন্তরা মিতু
অচিন পরিচয় – এইটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা… পরবর্তীতে নিজের ছাড়া অন্য যে কারো লেখা দিলে অবশ্যই লেখকের নাম উল্লেখ করবেন ।
শিপু
ধন্যবাদ
ইশতিয়াক হাসান
বেশ ভালো লিখেছেন।
সীমান্ত উন্মাদ
কবিতায় অনেক অনেক ভাললাগা। শুভকামনা নিরন্তর।