অন্ধকারের দিন পুঞ্জে নক্ষত্ররা বিলীন শরৎ দেখতে আর কত পোহাবে শ্রাবণ বিদূষী হাসে নদী গহ্বরে বসে বসে বচনে রতন খোঁজে পঙ্কিল দ্বীপের কাজকন্যা বীরভোগ্যা বীর রসে ভরা করুণ কাহিনি মননৌকার পালে উঠে দুর্মদ প্রহেলিকা ঝড় সেফালী ঝড়ে পড়ে রৌদ্র করোটিকের দাহে নাম ধারণ করে ঝড়ে ঝরা বিরহী শিউলি বসন্ত কোকিল যেন শীতে হারিয়েছে [ বিস্তারিত ]