তরঙ্গ

রকিব লিখন ২৩ সেপ্টেম্বর ২০১৩, সোমবার, ১২:৩১:১৫পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

তন্ময় হয়ে ভাবি ঐ আকাশ ঐ নীল
বন্ধন আঁকি স্বপ্নের; ভালোবাসি স্বপ্ন
তীব্র গভীর মনের মদিরায় ভেসে ওঠে
জীবনের ইতিবাচক দিক; চলে ভাবসাগরে

আমার বসন্ত কোকিল মনের জানালায়
শোনায় প্লাবন করা বসন্ত মোহের
তান্ডব ওঠে জীবনের ঢেউয়ের তরঙ্গে….

১জন ১জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ