দুস্ট ছেলে তোর প্রেম ফুরিয়ে যাবে দুপুর গড়িয়ে বিকেল এলে, চামড়া কুঁচকানো প্রেতাত্মার ছায়া পড়বে যখন বর্ষীয়সী গালের তিলে। ভোলাসনে আর মায়ার ইন্দ্রজালে, দুষ্ট ছেলে, মোহে ভুলে খেলার ছলে, মাঘের শীতে অবেলায় গলাঅব্দি ভেজালে, পড়তে হবে হুপিং কাশির কবলে। তোর চাই পৌষালী খড়ের ওম, অশীতিপরের মনে ও হিম। দুষ্ট ছেলে তোর নাক টিপলে দুধ গলে, [
বিস্তারিত ]