ইচ্ছে থাকা সত্ত্বেও আমি নিঃশব্দ, সময়ের কাছে পরাজিত, বাস্তবের কাছে সমাপ্ত ; উচ্ছ্বাসের পালে হাওয়া হয়ে নেচে উঠে মন- শব্দ কবিতা লিখা হয়নি বহুদিন ক্ষণ! আমি নিষিদ্ধ /নিঃসঙ্গ /আমি অক্ষম ব্যর্থ আমি গভীর কালো আকাশের গায়ে একটুকরো মেঘ, আমি শুধুই সাদা কাগজে কবিতা ; ভালো লাগা ভালেবাসা- সত্য মিথ্যে না বলা শব্দের দহন! [ বিস্তারিত ]