আজ বুকটায় বড় যন্ত্রণা! এই মাত্র পেলাম বহুল কাঙ্খিত একটি সফল বেদনা, বাম স্কন্ধে সুখের মত রিনরিনে ব্যাথার আনাগোনা! এ ব্যাথা হৃদযন্ত্র টের পায়না, টের পায়না মনের গোপন আয়না! তোমার আধেক ব্যাথা শুষে নেয় নিকোটিন, আধেক নেয় আকাশের নীল। আমি যে বন্দিনী! কুৎসা জুগুপ্সার ভয়ে সূর্য দেখা হয়নি কোনদিন। আমার ব্যাথার কথা বলা বারণ, হৃদয়টাই বারংবার [ বিস্তারিত ]