তাঁরা তিন ভাইয়ের সংসার। বোনকে বিয়ে দিয়ে নিজেদের সংসারে মনোনিবেশ করেছেন। তাঁদের আবার আরও দুজন বোন ছিলেন। একজন সবার বড়। তিনি এক কন্যা সন্তান জন্ম দেয়ার পর মারা যান। আরেকজন বিয়ের এক সপ্তাহ আগেই এ পৃথিবী ছেড়ে মুক্ত হয়ে যায়। আচ্ছা...তাঁরা তাঁরা করছি কেনো? তাঁদের একটা নাম রাখলে ভালো হয় না??? তাদের মধ্যে বড় ভাই [ বিস্তারিত ]