পূর্ব গগনে সদ্য উদিত রক্ত-লাল সূর্যের আলোয় চোখে ভাসে বাতাসে উড়ন্ত লাল সবুজ পতাকা । মুগ্ধ সবাই দেখে স্বাধীনতা ,নিচ্ছে নিশ্বাস প্রাণ ভরে, বলছে কথা মন খুলে শোর কলরবে, পরাধীনতার উন্মাদ ষাঁড় তেড়ে বেড়াবেনা আর, পরাবেনা কেউ পায়ে গোলামির সেকল, এইতো স্বাধীনতা । লুটেপুটে খাবে নেতৃত্বের আসন-দ্বারী রাগব বোয়াল আত্মমগ্ন নিরীহ অবাগি জনতা, গিলে নেবে [ বিস্তারিত ]