ছোটবেলায় পশ্চিমা উপন্যাসের প্রতি আমার খুব আগ্রহ ছিল। পরেছিও ইচ্ছেমতো, নসীম হিজাযী,এনায়েতুল্লাহ আলতামাশের,কাসীম বিন আবুবাক্বার,আরো অনেক নাম মনে না থাকা লেখকের। তারমধ্যে কিছু ঐতিহাসিক সিরিজও ছিল। আজকে দ্বিতীয়বারের মতো গেলাম সেই পারস্য উপসাগরে। আগেও একদিন গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমি জানতামই না এটাই সেই পারস্য উপসাগর। এই সাগরের সাথেই যে মিশে আছে মুসলমানদের হাজারো বছরের [
বিস্তারিত ]