সোনালী আঁশের দেশ- বাংলাদেশ। দেশের অন্যতম অর্থকরী ফসল পাট থেকে এদেশ এবং কৃষক একসময়ে যে লাভের মুখ দেখতেন সেটি বর্তমানে আর নেই। অনিয়ম ও অব্যবস্থাপনায় জর্জরিত দেশের পাটশিল্প এখন ধ্বংসের মুখে। যে পাটকে একসময় সোনার মুল্যমানে তুলনা করা হতো বৈশ্বিক বাজারে এর চাহিদা পূরণ করতে না পারায় লোকসানে থাকা পাটকলগুলোতে এই পাটশিল্পের সাথে জড়িত সকল [ বিস্তারিত ]