এক মুক্তিযোদ্ধা মা, যে মা দিয়েছে জন্ম, যে মা দিয়েছে দেশ, তাঁরা আজ অবহেলিত, তাঁরা আজ লাঞ্চিত , তাঁরা আজ সমাজচ্যুত, এ লজ্জা কার আমার! না সমগ্র সন্তানদের? যে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে, দিয়েছে আমাদের এই দেশটা, সেই মহীয়সী মা আজ বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে মিত্যুর সঙ্গে করছে দিন পার। তাঁকে জানান হয় নাই তাঁর [ বিস্তারিত ]