অনুভব সুরাইয়া পারভীন ৯ অক্টোবর ২০১৯, বুধবার, ১০:২০:২০অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৯ মন্তব্য অনুভব_১ সেটুকুই সঞ্চয় আমার যেটুকু তুমি স্বহস্তে করে গেছো দান এ সঞ্চয়টুকু নিয়েই আমি জীয়ে রেখেছি আমার প্রাণ। অনুভব_২ শূন্য আমিকে পূর্ণ করেছো বিশাল আকাশসম মায়ায়, গভীর সমুদ্রসম ভালোবাসায় পূর্ণ আমি'র এ জীবনে আর তোমার কাছে চাইবার কিছু নেই। ~সুরাইয়া পারভীন