আগামীকাল থেকে টানা দশদিনের ছুটিতে কারাবাসে আবদ্ধ হবো। সাপ্তাহিক ছুটি দুইদিনের জায়গায় বাড়তি একদিনই যেখানে যন্ত্রণাদায়ক ঠেকে সেখানে টানা দশদিন কাটানো খুবই কষ্টকর। তবুও সংক্রমণ থেকে বাঁচতে আর বাঁচাতে এখন বাধ্যতামূলক গৃহবাস আবশ্যক। এ পরিস্থিতিতে প্রত্যোকেই বিরাট এ অবসর সময়টিকে উপভোগ্য করে তুলতে পছন্দমতো একটি ছক সাজিয়ে ফেলুন, নইলে অকারণ ভয় বা অস্বস্তি তাড়া করবে। [ বিস্তারিত ]