… রাতভর হিজল বনে গাঙ্গচিল পাখীটি খুব সুখে উড়েছিল!
আগুন আলিঙ্গনে ত্রস্ত হাতে খুলে দিয়েছিল তার খোঁপা! ব্লাউজের হুক ছিড়ে
খোলা বুকের সুবাস নিয়েছিল বালক অক্লেশে!
শেষরাতে মৌন ভালো লাগায় চাঁদ তিরতির কেপে উঠে! জারুলের নকশায় নাক ডুবায় কামুক প্রজাপতি!
জোছনা জড়ানো নিশিগন্ধা ফুলের রঙ মেখে
সে রাতেই বালক প্রথম
পুড়েছিল!
শিশির ভেজা সকালে কুর্চির পায়ের পাতায়
বালকের চুমুর দাগ দেখে এক ফালি রোদ! রোদের কাছে সে গল্প শুনে ছায়াদের দল মিটিমিটি হেসেছিল!
… কুর্চি এবং
রোদ ছায়ার গল্প
১৪টি মন্তব্য
মা মাটি দেশ
(y) বিশেষ করে ছবিটা।
নীলসাধু
ছবিটা আমার কাছে গৌণ
কারণ সেটা সংগ্রহ করা। কবিতাটাই প্রধান। 😀
জিসান শা ইকরাম
মুগ্ধ হলাম ভাই শব্দের ব্যবহারে -{@
নীলসাধু
ধন্যবাদ ভ্রাতা -{@
বৈশাখী ঝড়
অসম্ভব মাদকতা মেশানো কবিতা। ভাল লাগা জানাই নীল’দা
নীলসাধু
ধন্যবাদ জানবেন।
স্বপ্ন নীলা
খুবই ভাল লেগেছে
নীলসাধু
ধন্যবাদ।
খসড়া
কূর্চি ফুল দেখতে কেমন? একটি ছবি পেলে দিয়েন। 🙂
নীলসাধু
http://icwow.blogspot.com/2013/01/kurchi-ful-holarrhena-pubescens.html
এই লিংকে কুর্চি ফুলের ছবি আছে
শুভেচ্ছা জানবেন
নীলকন্ঠ জয়
কবিতায় অনেক ভালো লাগা নীলদা। -{@
নীলসাধু
ধন্যবাদ 🙂
মিথুন
অনেক ভালো লাগলো ..নীলদা. (y)
নীলসাধু
ধন্যবাদ ভাই 🙂