উত্তরফাল্গুনী হাওয়ায়
আমের মুকুল, বাতাবী লেবুর কুঁড়ির মদির আবেশ!
ঐশ্বর্যলীলা মাধবী ফুলের গন্ধমাখা
ফাগুন রঙ্গা শাড়ি পড়া তোমাকে দেখে
ঘাসফুল
মাছরাঙা
নক্ষত্র ভরা আকাশ সহ
এই সন্ধ্যাকে থামিয়ে রেখেছি অযুত সময় ধরে!
চাঁদের বনে
আজ আমি ছদ্মবেশের বাতাস হব
স্পন্দিত জ্যোৎস্নার ঝিকিমিকি আলোয়
তোমার নিকষ নাভিমূলে গুজে দেবো রক্তিম শিমুল!
কাব্যগ্রন্থ: নির্বাসিত জোছনাদল
কবিতা: তোমার নিকষ নাভিমূলে গুজে দেবো রক্তিম শিমুল!
প্রথম প্রকাশ: একুশে গ্রন্থমেলা ২০১৪
অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমী প্রাঙ্গণের লিটল ম্যাগ চত্বরে “এক রঙ্গা এক ঘুড়ি“র স্টলে কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে।
স্টল নাম্বার ২৫। এ ছাড়া রকমারি ডট কম থেকে অনলাইনে বইটি সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।
ছবিঃ
১। ইন্টারনেট। ২। নির্বাসিত জোছনা দল প্রচ্ছদ
১৭টি মন্তব্য
নীহারিকা
বাহ!
নীলসাধু
ধন্যবাদ নীহারিকা!
সুন্দর থাকুন। 🙂 🙂
লীলাবতী
এত বিলম্বে জানালেন কেনো?
নীলসাধু
হু বিলম্ব হয়ে গেছে 🙁
ভাল থাকুন লীলাবতী 🙂 🙂
মা মাটি দেশ
সোনেলায় আরো আগে পোষ্ট দিলে বড় উপকৃত হতাম। -{@ (y)
নীলসাধু
শুভেচ্ছা মা মাটি দেশ
হুম দেরী করে জানিয়েছি। তবু ভালো লেগেছে সহ ব্লগার বন্ধুরা অনেকেই বইটি সংগ্রহ করেছেন।
কৃতজ্ঞতা সবার প্রতি। 🙂 🙂
খসড়া
ধন্যবাদ জানানোর জন্য। ভাল লাগলো।
নীলসাধু
শুভেচ্ছা খসড়া
ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
সুন্দর ।
বইয়ের নাম এবং প্রচ্ছদটিও সুন্দর ।
নীলসাধু
ধন্যবাদ জিসান শা ইকরাম ভাই
সুন্দর থাকুন।
আমীন পরবাসী
চাঁদের বনে
আজ আমি ছদ্মবেশের বাতাস হব
স্পন্দিত জ্যোৎস্নার ঝিকিমিকি আলোয়
তোমার নিকষ নাভিমূলে গুজে দেবো রক্তিম শিমুল!
-{@ -{@ -{@
নীলসাধু
ধন্যবাদ আমীন পরবাসী
সুন্দর থাকুন।
নীলকন্ঠ জয়
গোপনে সংগ্রহ করেছি। কিনতে পারি নি। 🙁 কারণ এবার বইমেলায় একদিনও প্রস্তুতি নিয়ে যাওয়া হয় নি। সফলতা কামনা করছি। 🙂
নীলসাধু
হা হা হা
শুভেচ্ছা সুপ্রিয় নীলকন্ঠ জয়। (3
শুন্য শুন্যালয়
বইটির নাম অসাধারণ হয়েছে ..
আপনার কবিতাটিও বেশ ভালো লাগা..
নীলসাধু
ধন্যবাদ শুন্য শুন্যালয়।
সুন্দর থাকুন। 🙂 🙂
মোঃ মজিবর রহমান
দারুন উপোভোগ্য কবিতা ভাই।