আমার মিষ্টি ও রাত শোন
চোখে চিমটি স্বপ্ন বোন,
যে চোখ দেখবে আবার তারে
জোঁনাক, জ্বলজ্বলে আধাঁরে।
না হয় নাও টেনে আজ দুরে
আমার বুকের শালিখ পুড়ে
ও রাত দাওনা স্বপন এঁকে
পাশে ঘুম কিশোরী রেখে ।
আমার বুকের ভিটার পরে
সে যে নিত্যই ভর করে,
মনের নীল পদ্ম ঝাড়ে
তখন সাঁজাই বারে বারে ।
ও রাত, যাও ছুটে যাও দেখ
কিছু ঘুম ও সাথে রেখ,
সে যে বড্ড অভিমানি
অকারণ ঝরছে চোখের পানি।
আহা রাত, মাদল বাজে মনে
বুকের বাম পাশে, এক কোনে,
ও তার টোল পরা গাল হাসে
মাথুর মন্থরী নিঃশ্বাসে।
অনুভূতি লাল, সাদা, নীল, কালো,
জ্বালো রাত, জল-জ্যোত্স্না আলো,
নিটোল রক্ত দেহের খাঁজে
চুমু দাও বুকের ভাঁজে ভাঁজে।
তুমি রাত দিচ্ছ এ’কি ফাঁকি
আমি কি নিত্য তোমায় ডাকি ?
আমার বন্ধু ও রাত শোন
তোমার নেই কি মায়া কোন ?
যাও তিবে নিলাম গো আজ আড়ি,
যাব না হৃদ মাঝারের বাড়ি,
তুমি শুধু একাই গিয়ে হেসে,
বলো তারে, মরছি ভালবেসে।
১১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
যাদের রাত মিষ্টি মিষ্টি না তাদের কথাও কিছু বলুন ।
প্রিন্স মাহমুদ
সুন্দর
নীলাঞ্জনা নীলা
এতো বড় কবিতায় ছন্দের মিল রাখা কঠিন । আপনি সুন্দর ভাবে তা পেরেছেন ।
আবু জাঈদ
অনেকে স্নেহ করে আমাকে ছন্দের রাজা বলেও ডাকে :p ভাল থাকবেন
শুন্য শুন্যালয়
অনেক ভালো লাগা… (y)
নীলকন্ঠ জয়
আবু জাঈদ সোনেলার সম্পদ। অনেক ভালো লেখেন আপনি। শুভেচ্ছা জানবেন। -{@
আবু জাঈদ
আপনার মন্তব্য টা আমার অনেক বড় একটা প্রাপ্তি, অনেক ব্লগেই আমি জড়িত আছি কিন্তু শুধু মাত্র সোনেলা তেই নিয়মিত লিখি, আপনাদের সাথে টান টা বেশ বেড়ে গেছে, নিজেকে সোনেলার একটা অংশ ই মনে হয় । ভাল থাকবেন সবাই।
খসড়া
গভীর হয়েছে রাত পৃথিবী ঘুমায় হয়তো তুমিও গেছ ঘুমিয়ে
শুধু আমার দুচোখে ঘুম আসেনা, কেন ঘুম আসেনা
হয়ত ঘুমের সে রাত গেছে ফুরিয়ে।
আবু জাঈদ
নাহ ফুরায়নি, আবার আসবে সে রাত
স্বপ্ন নীলা
সুন্দর লেগেছে
আবু জাঈদ
ধন্যবাদ