
আমার এই অন্তর্গূঢ়ে বিপুল আবেগ প্রকাশের সামর্থ্য আছে, নাকি নেই!
সঙ্কীর্ণ পরিসরেই তার প্রকাশ পেয়ে থেমে গেছে, নাকি থেমে যেতে হয়!
আত্মসঙ্কোচ নাকি আত্মবিলুপ্তি ঘটেছে
সে কথা এখনও স্পষ্ট হয়নি,,
নির্ধারিত এক চিলতে আকাশের বাইরে
দৃষ্টিকে প্রসারিত করে
বিপুলতর সন্ধানে প্রবেশ করতেই নেই যেনো, নাকি আছে!
দোদুল্যমান জীবনে
আশা আকাঙ্খারা রুদ্ধ, বন্দী, কয়েদি।
অন্ধকারে হাতড়ে বেড়াই সুদূরে থাকা দুর্জ্ঞেয় জ্যোতির্লোকের আলোর মায়া।
খোলস পরা ছদ্ম আবরণ হতে
মুক্তির অনির্বাণ আকুতি জ্বলে
যান্ত্রিক আধারেরই অণুতে-অণুতে।
,,রিতু জাহান,, রংপুর।
১৫টি মন্তব্য
মনির হোসেন মমি
হাজির হলাম🖐️🖐️
রিতু জাহান
আচ্ছা মনির ভাই,, লেখা কই আপনার?
সঞ্জয় মালাকার
একান্ত অনুভূতি বালো লাগলো,
আত্মসঙ্কোচ নাকি আত্মবিলুপ্তি ঘটেছে
সে কথা এখনও স্পষ্ট হয়নি,,
নির্ধারিত এক চিলতে আকাশের বাইরে
দৃষ্টিকে প্রসারিত করে।
লাইনগুলো ভালো লাগলো খুব।
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো,, ভালো থাকুন সব সময়
বন্যা লিপি
এই দোদুল্যমান প্রশ্নেরা প্রশ্ন চিহ্ন নিয়ে রয়ে/সয়ে ঘাপটি মেরে রয়ে গেলো গোটা জীবনভর। কালের স্রোত ও গড়িয়ে যায় নিজেদের মতন।
রিতু জাহান
আসলেই,,,
হাত বাড়িয়ে ধরতে গেলেই সামনে দেখি বড় শূন্যতা,,
অনেক অনেক ধন্যবাদ,,
শুভকামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
শেষের কথাগুলো অন্তরে গেঁথে গেলো।
অতুলণীয় অনুভবের ব্যক্ততা।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ,,
শুভ কামনা রইলো
নবকুমার দাস
চমৎকার প্রকাশ। আপনি কি সুন্দরবন থেকে এখন রংপুরে ?
রিতু জাহান
হুম,,,
রোকসানা খন্দকার রুকু
ধরি ধরি করেও ধরা হয় না। ধরা যা না। অধরাই থেকে যায়। শুভ কামনা রিতু🌹
রিতু জাহান
ঠিক ধরাই দেয় না, এমনই অহংকারী সে। এভার ধরে বেঁধে রাখব আষ্টেপৃষ্টে।
ধন্যবাদ রুকু,, ভালো থেকো। তোমার শহরের পথে এখন আমি।
তৌহিদুল ইসলাম
দোদুল্যমানতা জীবনেরই অংশ যদিও এটিকে আমরা মেনে নিতে পারিনা, কষ্ট হয়। তবুও ভালো থাকুক সকলে।
আপনার লেখা পড়া মানেই অন্যরকম অনুভূতি। শুভকামনা আপু।
হালিমা আক্তার
দোদুল্যতা আছে বলেই জীবন চারদিকে পাক খায়। স্থির হলে হয়তো একজায়গায় থমকে যেত। চমৎকার লিখেন আপনি। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
জীবনের অণুতে অণুতে
দোদুল্যমান শব্দদের নড়াচড়ায়
শব্দজমা জলের নিরব কথকতা
রুপালি আলোর মোহময়তায়;
থাকে উদভ্রান্তের নিবিড় সুরধ্বনি নীলের অন্ধকারে,
তবুও সুখের সন্ধান শয়তানি নিগ্রহের ভীড়ে।