এক সময় কবিতা লেখার চেষ্টা করতাম। প্রেম, বিরহ, যন্ত্রণা, স্যাটায়ার, মুক্তিযুদ্ধ, রাজাকার, বোধ, বিবেক ইত্যাদি বহু কিছু ছিল আমার লেখার বিষয়। কবিতার সিংহভাগ অপ্রকাশিত। একবার বই বের করার চেষ্টা করলাম। প্রচ্ছদ করলাম। প্রকাশক কোন কবিতা না দেখেই বলে দিল ২০ হাজার টাকা লাগবে। একবার অডিও এ্যালবামের চেষ্টা চালালাম। ২৫ টা কবিতার ২২ টা রেকর্ডিং হবার পর আবৃত্তিকার হারিয়ে যায়। ৩ টা কবিতা রেকর্ড না হওয়ায় সেটা আর প্রকাশ পায় নি। অবশ্য কবিতাগুলো ছিল সাম্প্রদায়িকতা, যুদ্ধাপরাধ বিরোধী এবং মুক্তিযুদ্ধ এবং তৎকালীন ভন্ড সমাজ ব্যবস্থা নিয়ে।
এখন কথা হচ্ছে, কবিতার ভাষা কিংবা বার্তা নেয়ার মতো গ্রুপ নীতিমালা কিংবা এডমিনের মন কি প্রস্তুত! কারণ নীতিমালায় যা লেখা আছে তা আমার বোধগম্য নয়। আমি দর্শনগত যে দুনিয়াতে ভ্রমণ করি তার সাথে বাস্তব দুনিয়ার ফারাক অনেক। তাই চিন্তিত যে, কবিতাগুলো কি প্রকাশ শুরু করার পর মাঝপথে থামিয়ে দিতে হবে! কারণটা আমার কবিতার কয়েকটা শিরোনাম থেকেই বুঝতে পারবেন।
‘ঈশ্বর ধ্বংস হোক’
‘দিল মে আওয়াজ পাকিস্তান’
‘কুত্তার বাচ্চা’
‘মেঘবালিকার অপেক্ষায়’
‘প্রকার রাজাকার’
‘প্রেম-কাম-ক্রোধ-বিরহ সিরিজ’
‘বুকের ভেতর নিকোটিন হয়ে সেই তুই-ই তো থাকিস’
‘বীরমাতা বীরাঙ্গান’
‘গেরিলা ১৯৭১’
ইত্যাদি
এবং শ’খানেক শিরোনামহীন। কোন নাম দিতে মন চায় নি কখনো।
— এবার আপনেরা কন তো দেহি আমু কিনা কবিতা নিয়া!!!
১৪টি মন্তব্য
সঞ্জয় কুমার
লেখকের কলমকে নিয়মের জালে আটকে দিলে
সেই কলম দিয়ে ভালো লেখা বের হবেনা।
লেখক তার আপন গতিতে লিখবে, আলোচনা সমালোচনা যা হয় হোক তার পথ থেকে সে সরবে না।
নিজের জন্য লিখুন।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ…. আজ রাতেই প্রথম কবিতা পোস্ট করবো। সেই সাথে প্রতিটি কবিতার পেছনের গল্প যুক্ত করবো।
সাবিনা ইয়াসমিন
আপনার লেখা আপনি লিখবেন এতে থ্রেড দেয়ার বা পাবার মতো কিছু দেখছি না। ব্লগ কোন নির্দিষ্ট ঘরানার লেখকদের জন্য নয়। এখানে নানাবিধ লেখক/লেখা থাকবে। সমমনা পাঠকও থাকবে অথবা থাকবে না।
পাঠকেরা ঠিক করবেন কোন লেখাটা তার কাছে গ্রহণীয় হবে।
তাই কুন্ঠা ছেড়ে নিজে লিখুন, অন্যদের লেখাও পড়ুন।
শুভ ব্লগিং 🌹🌹
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ……
রোকসানা খন্দকার রুকু
আসুন আসুন। এখনতো তেলবাজির জামানা চলছে। তো তেলের বাইরে কিছু পড়তে মন চায়। অপেক্ষায় রইলাম।
তসলিমা নাসরিন দেশ ছেড়েছেন কিন্তু জবান ছাড়েন নি। আজকের যতো পরিবর্তন সবই কলমেই হয়। আর লেখক ও তার লেখা যতোদিন স্বাধীন না হবে ততোদিন কিছুই হবে না। অশেষ শুভকামনা।।।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ….
হালিমা আক্তার
লেখার ক্ষেত্রে একজন লেখকের স্বাধীনতা থাকা উচিত। আবার স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা কাম্য নয়।
শুভ কামনা।
তির্থক আহসান রুবেল
নতুন লেখা ঘন্টা ২/১ অবরোধে থেকে অবশেষে মুক্তি পেয়েছে। দেখে জানাবেন কেমন ছিল!
নার্গিস রশিদ
লেখার কাজ লেখে যান, ভয় ভীতি দূর করে লেখতে হবে। যার ভালো লাগবে পড়বে। সমালোচনার ভয় করলে তো চলবেনা।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ আপনাকে। আমি চেষ্টা করবো ধারাবাহিকভাবে লেখাগুলো দিয়ে যেতে। যদি এডমিন গ্রুপ এপ্রুভ করে তাহলে আপনারা দেখতে পাবেন।
জিসান শা ইকরাম
আমি প্রস্তুত, আপাতত নীচের গুলো দেয়ার জন্য অনুরোধ করছি।
‘ দিল মে আওয়াজ পাকিস্তান’
‘মেঘবালিকার অপেক্ষায়’
‘প্রকার রাজাকার’
‘বুকের ভেতর নিকোটিন হয়ে সেই তুই-ই তো থাকিস’
‘বীরমাতা বীরাঙ্গান’
‘গেরিলা ১৯৭১’
সোনেলা একটি পরিবার। আমরা সবাই একটি পরিবারের সদস্য। অনেকেরই সন্তানরাও ব্লগ পড়ে। তাই তাদের কথা ভেবে হাই হোল্টেজ শব্দ আসলে একটু বিকল্প শব্দ দিয়েন 😀
শুভ কামনা
তির্থক আহসান রুবেল
ভাই, কবিতাগুলো খুব ভয়াবহ সময়ে লেখা হয়েছিল। ২০০৩-২০১০ সালের মধ্যে। ফলে ভয়াবহ আবেগের পাশাপাশি ভয়াবহ গালিও চলে এসেছিল লেখাতে। আমার সৌভাগ্য যে, আমি মুক্তিযুদ্ধ-রাজাকার ইস্যুতে লেখা কবিতা-ছড়াগুলো ২০০৬ সালে স্টেজে (অনুমতি না পাওয়ার লাইব্রেরীর সিড়িতে ব্যানার টাঙ্গিয়ে) ২ ঘন্টার শো করে পারফর্ম করতে পেরেছিলাম কিছু ছোট ভাই’র সহযোগীতায়। ফলে কবিতাগুলোর মর্ম বুঝতে গালিগুলোকে হজম করে নিতে হবে। অযৌক্তিক মনে হলে আমি সেটা নিয়ে বিতর্ক করতে রাজি আছি।
অনন্য অর্ণব
আপনার যে বক্তব্য অন্যের আবেগ, বিশ্বাস কিংবা স্বার্থে সরাসরি আঘাত হানে সেই বক্তব্য পাবলিকলি প্রকাশ করা থেকে বিরত থাকাই শ্রেয়।
তির্থক আহসান রুবেল
আবেগ-বিশ্বাস-স্বার্থ যদি অন্যের জন্য ক্ষতিকর হয় তাহলে সেখানে আঘাত করে গুড়িয়ে দেয়াটাই সভ্যতা।