
– ম্যাম কি কি রান্না?
– আজ গরুর ভূড়ি রান্না হবে। বাকি বলা যাবে না।
– আমাকে ছাড়া খেলে পেট খারাপ হবে? আমি আসি তারপর!
তারপর আর খাওয়া হয় না। তুলে রাখি তার জন্য। সামনে সমস্ত দিয়ে শুধু বসে থাকা। কারও জন্য রান্নার পর সে যখন তৃপ্তি করে খায় এ দৃশ্য অনেক মধুর! তোমাকে খেতে দিলেই কেবল মনে হয় আমি ভালো রাঁধুনি।
অনেকদিন আর গরুর ভূড়ি রাঁধি না। ভালো কিছু খেতে গেলেই মনে হয়, আহা! সে কেন নেই?
আচমকা যেন কালো মেঘ এসে গিলে খেয়েছে ঝকঝকে পূর্ণ চাঁদটাকে! তাকে ফিরে পেতে আকুল হয়ে আছি, থাকবো। ফিরে আসো তারাতারী, এমনভাবে তোমাকে যেতে আমরা দিবোই না!
” আলহামদুলিল্লাহ। আজ ট্রান্সপ্লান্টের ১৮ তম দিন।
আজকের সিবিসিঃ
Hb- 9.5
wbc 2400
anc 1900
PLT 24,000
এনাল এরিয়ায় প্রচন্ড পেইন আছে, ড. বলেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। খাবার খেতে পারছি না, ড. বলেছেন সময় লাগবে। শরীর অনেক দুর্বল। অন্য কোন জঠিলতা দেখা না দিলে, ড. আগামী সোমবারে ডিসচার্জ দিতে পারে।”
তেমার এমন সংবাদ আপ্লুত করে, চোখের কোল ভিজে ওঠে। আশায় বসে থাকি। আকুল হয়ে আল্লাহর কাছে ভিখারি হই।
আমার বন্ধু, অতি আপনজন ফিরে তোমাকে আসতেই হবে। দীর্ঘদিন ধরে যে যুদ্ধ করছো তাতে হেরে যেতে পারোই না। ক্যান্সার তো মামুলি কিছু, যোদ্ধাদের কোনদিন হারিয়ে দিতে পারে? তোমার অপেক্ষায় হাজার গোলাপ নিয়ে ফিরে আসো, ফিরে আসো!!!
১৯টি মন্তব্য
রিতু জাহান
মানুষ কতো অসহায়, তাই ভাবি মাঝে মাঝে।
নিজের শরীর যেনো নিজেরই নিয়ন্ত্রণে থাকে না,,
প্রিয়জনের কস্ট গুলো যদি কিছুটা ভাগ করে নিয়ে উপশম করা যেতো তবে মনে হয় অনেকেই নিতো তা ভাগ করে।
এ অপেক্ষাগুলো কেমন যেনো,,
ফিরে আসুক প্রিয়জন সুস্থ হয়ে,,
দোয়া রইলো।
রোকসানা খন্দকার রুকু
আল্লাহর কাছে এই তো চাওয়া। আমিন।
হালিমা আক্তার
সুস্থতা কামনা করছি। অপেক্ষার মূহুর্ত গুলো কঠিন হয়। তবু প্রিয়জনের অপেক্ষায় থাকতে হয়। শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
আমিন।
বোরহানুল ইসলাম লিটন
সিক্ত হলাম আপু!
রোগের কাছে যে মানুষ কতোটা অসহায়
তা আমার মতো মনে হয় খুব কম মানুষই বুঝি।
তবু যেন আশার প্রহর গুনে চলা। আশাই জীবন, আশার বাঁচার স্বপন।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
রোকসানা খন্দকার রুকু
কৃতজ্ঞতা ভাই।
খাদিজাতুল কুবরা
আল্লাহ পাক উনাকে শেফা দান করুন। প্রিয় মানুষকে এমন কষ্টে থাকতে দেখা সত্যি কঠিন।
ভালো থাকুক সব প্রিয় মানুষ।
রোকসানা খন্দকার রুকু
আমিন।
ছাইরাছ হেলাল
আল্লাহ অবশ্যই আমাদের সহায় হবেন।
দ্রুত আরোগ্য কামনা করছি, প্রিয়জনের।
রোকসানা খন্দকার রুকু
কৃতজ্ঞতা অশেষ।
মনির হোসেন মমি
রোগশোকে লড়াই করে বেচে থাকার নামই জীবন।যখন কোন প্রিয়জন অসুস্থ থাকে তখন মন কিছুই ভাল লাগে না। তার সুস্থতা কামনা করছি।আল্লাহ যেন তাকে নেক হায়াৎ দেন।
রোকসানা খন্দকার রুকু
আমিন, আমিন।
রেজওয়ানা কবির
ইনশাআল্লাহ সাহাদত ভাইয়া খুব তাড়াতাড়ী আবার আমাদের মাঝে ফিরে আসবে। ভালোবাসা আর আল্লাহর উপর আস্থা থেকেই বলছি যেমন করে আব্বুকে সুস্থ করতে পারলাম।আল্লাহ সহায় হোক সবার।
রোকসানা খন্দকার রুকু
আল্লাহ ভরসা।।।
সুরাইয়া নার্গিস
অনেকদিন পর ব্লগে ফিরলাম, লেখাটা পড়ে কষ্ট পেলাম। আমার বড় আপ্পির শ্বশুড়ের ক্যান্সার ধরা পড়ছে ৯মাস পেটে খুব ব্যথা হয় মাঝে মাঝে চিৎকার করে কাঁদেন।মন চাইলেও কোন খাবার খেতে পারেন না তরল জাতীয় খাবার খেতে হয়।
আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন এটাই দোয়া রইল।
রোকসানা খন্দকার রুকু
আমিন। আর আপনাকে অনেক মিস করি।
নার্গিস রশিদ
খুব কষ্টের ।
রোকসানা খন্দকার রুকু
অনশ্যই।
সাবিনা ইয়াসমিন
আরোগ্য হয়ে ফিরে আসুক এটাই প্রার্থনা দয়াময়ের কাছে।