
আমার অ-ঘুমন্ত হৃদয়-মন টানটান এখানে
নৈশ-কালীন পরিপূর্ণ স্বপ্ন নিয়ে,
কেড়ে নেয়া ঘুম-চোখ মেতে আছে
রং-উল্লাসের তীব্রতায়;
মৃত সন্ধ্যা ক্রমশ গাঢ় হতে হতে
গোপন আস্তানা ছেড়ে বেড়িয়ে এসেছে;
আমি শুধু একটু নিঃসঙ্গ পাখির ছবি
হাসতে হাসতে এঁকে দিতে চাই, গভীর কালো আকাশের গায়ে;
এই রাত্তিরটা কেটে গেলে ভোর হবে, ভোর আসবে,
কলি ফোঁটার শব্দ নিয়ে, শিশির জলের বিছানা পেতে
সবুজ ঘাসদের বুকে;
আচমকার ভুলে ফিরে আসে ঘোর অমানিশা
নিচ্ছিদ্র রাত্রির শান্ত-অশান্তের বামুন বামুন স্বপ্ন;
উঁকি দেয়া প্রত্ন-স্বপ্নেরা বেঁচে বর্তে থাকুক
হাসি হাসি মুখ করে, গভীর হিংসা এড়িয়ে,
আদরে-কদরে;
ছবি নেটের।
১৪টি মন্তব্য
বন্যা লিপি
এতবার পড়লাম!!!
তারপরও উপযুক্ত মন্তব্যে হিমশিম খাচ্ছি।
দশলাইনের কিছু একটা হিবিজিবি লিখেও ফেলেছি….
১০লাইন আর এখানে সেঁটে দেবার সাহসটুকু শেষাবধি হলো না….ঐ যে!!! হিবিজিবি!!!!
ছাইরাছ হেলাল
উহু! এখানে সেটে দিতে হবে না, একটি কষ্ট করে ব্লগে দিয়ে দিন।
হিবিজিবিটি আমাদের সবার সামনে থাকুক।
আর এত্ত বোঝাবুঝির কিচ্ছু নেই, ল্যাখক নিজেই কী না কী বুঝেছেন আল্লাহ ই জানেন।
ধন্যবাদ।
হালিমা আক্তার
নিশীথ রাতে স্বপ্ন ঘুমের ঘোরে আঁকি বুকি করে। ঘুমের ঘোরে আসা স্বপ্ন যদি নিয়ে আসে সোনালী ভোরের ছবি ক্ষতি কি। ভোরের সেই হাসি মাখা মুখ হয়তো বিভেদের কান্না মুছে দিবে। যা মন চায় লিখে ফেললাম। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
মনে যা চায় তাই-ই তো আমরা লিখি, আপনি সুন্দর করেই মন্তব্য করেন।
স্বপ্নেরা বেঁচে থাকুক এই-ই আমাদের একান্ত চাওয়া।
ধন্যবাদ দিচ্ছি।
সাবিনা ইয়াসমিন
ইদানীং রাত্রিরা সবাক হয়ে উঠে সূর্যাস্ত-ক্ষণ পাড়ি দিয়ে/
মধ্যাকাশ ছাপিয়ে রাত নেমে এলে,
ছুটন্ত রাতের সাথে পাল্লা দেয় বিচলিত স্বপ্ন!
টান টান স্বপ্নরা টেনে নেয় মরুতে,
মেরুতেও..
মরু-মেরু সমানে সমান হলে আমি ঘুম চোখে অন্ধকার খুঁজি
ঘুমের সমুদ্রে ডুবে যেতে…
মহারাজ, কদম ফুটুক আর না-ই ফুটুক বর্ষা এসেছে সোনেলায়।
শুভ বর্ষাকাল 🌹🌹
ছাইরাছ হেলাল
অথই সমুদ্রের উত্তালতায় ঘুম যদি অন্ধকারের বেশ ধরা দেয়
মন্দ কী! হিংসুটে স্বপ্নেরা হিংসা ভুলে স্পিকটি নট হলে তো
প্রত্ন স্বপ্নেরা ইউরেকা বলতেই পারে।
কদম ফুটেছে বর্ষা ও এসেছে, কেউ একজন ভাল করেই শুরু করে দিক।
শুভেচ্ছা।
রোকসানা খন্দকার রুকু
ভালো সময় আসে, আসবেই।।।শুভকামনা অশেষ।।।
ছাইরাছ হেলাল
ভাল সময়ের সন্ধিবদ্ধতা তো আমরা কামনায় রাখি।
নিয়মিত মন্তব্যের জন্য বেশী বেশী ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
স্বপ্ন আশাই গড়ে জীবনের পথ
নইলে যে ধুলায় লুটাবে জীবনের রথ।
জীবন ও প্রকৃতির অপূর্ব সমন্বয়।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
ঠিক ই বলেছেন, জীবন ই প্রকৃতি, প্রকৃতি ই জীবন।
ধন্যবাদ দিলাম।
সঞ্জয় মালাকার
দাদা, অনেক দিন পর আপনার লেখা পরড়ে মুগ্ধ হলাম,
ভালো থাকেন সব সময় শুভ কামনা /
ছাইরাছ হেলাল
হ্যা, ঠিক ই বলেছেন, সামান্য অনুপস্থিতি ছিল।
আপনি আবার লিখতে শুরু করুন।
ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা,
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা জানাচ্ছি।