
অনেক অনেকানেক-দিন
আমার সাথে আমার দেখা হয়-না,
ঝুঁকে পড়ে স্থির চোখে তাকিয়ে-ও
ভাবনাগুলোর দেখা পাওয়া যায়-ই-না;
আলোয় সাঁতরে বেড়ানো ঝক্ঝকে
কারুকাজময় শব্দগুলো রূপ-রঙের ডানায় ভর করে
পাল্টে যাচ্ছে কী না কে জানে!
অপ্রতিরোধ্য ভাবে ভয়ানক চুপচাপ/চুপিসারে
অন্য কোথাও উঁকিঝুঁকি দিয়ে কী না কী ভাবছে!
স্থির আবেগের মালভূমিতে, কিরণ সূর্যের লালচে আভায়,
জানি না, জানতেও পারছি না।
পলকবিহীন ভাবনা-কথা গুলো দিব্যি বুদ্ধিদীপ্ত,
আমাকে না জানিয়েই!
রেখে ঢেকে কিছুই ভাবছি-না,
একাকী চোখর টিপেও না; দেব-চোখেও না;
মুহূর্তের আত্মসমর্পণে খুব ভয়, খুব-ই ভয়
টুকে রাখা স্পর্শ-কাঁচ-শব্দদের ভীরে।
ছবি নেটের।
১৪টি মন্তব্য
বন্যা লিপি
আমার সাথে আমার দেখা হয়না…..
ঠিকই তো! হয়না দেখা আমার সাথে আমার দেখা।
ছাইরাছ হেলাল
জোরেশোরে আর একটু বাড়িয়ে একখানা লিখে দিলে আমরা একটু
পড়ার সুযোগ পেতাম!
ধন্যবাদ দিলাম।
রিতু জাহান
আজকাল আমাকে আমিও খুব করে খুঁজি, নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছি অবসর কাগজের শিরোনামসহ প্রতি পাতায় পাতায়,,
তবু কারো চোখে পড়ে না। আমার পাওয়ারই চশমাও আজকাল ঝাঁপসা বড়,,
শুধু টের পাই, দিন শেষে এক রাত্রি নামে উদ্দেশ্যহীন, গন্তব্যহীন
নেই, আমার কোনো হদিস নেই কোথাও। দীর্ঘ সন্ধ্যাজুড়ে যে কুমারি মুহূর্ত তাতেও আমার হৃৎস্পন্দনের কোনো শব্দ নেই।
সাগা শব্দহীন এক কম্পন বুকের বাম পাশে।
বেঁচে থাকার তাগিদেই তার শুধু উঠানামা।
ছাইরাছ হেলাল
আর একটু জুড়ে দিন, বাঁচার তাগিদটুকু জিইয়ে রেখে।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
রিতু জাহান
বলছেন!
ওকে, গুরু যখন বলছে তখন চেষ্টা করতেই হয়।
অনেক অনেক ধন্যবাদ গুরু।
ছাইরাছ হেলাল
অবশ্যই অপেক্ষা করবো।
লিখুন লিখুন।
হালিমা আক্তার
আমি তো আমাকে খুঁজে ফিরি। কোথায় আমি। কতদিন আমাকে দেখা হয় না। আমি দেখতে কেমন। আচ্ছা আমি কি আমাকেই ভুলে গেছি। সেদিন হঠাৎ ড্রেসিং টেবিলের পর্দা টা একটু সরে গিয়েছিল। আমার সামনে কেউ একজন এসে দাঁড়ালো। সামনের চুল গুলো সাদা পাক ধরেছে। এর আগে তাকে কখনো দেখেছি বলে মনে হয় না। চোখের নিচে কালো দাগ। মনে হয় কতো রজনী তাঁর কাছ থেকে বিদায় নিয়েছে। অবশ্য কিছু টা দেখতে আমার মতো। সেকি আমারই ছায়া। কতো যুগ ধরে যাকে খুঁজে ফিরছি, সেকি আমারই রূপে বহুরূপের আগন্তুক। কমেন্ট লিখতে গিয়ে যা মনে আসলো লিখে ফেললাম। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
মনে যা আসেই আমরা তো তাই লিখি, এমন করেই লিখি।
সাদা পাক ধরা চুলের খবর বিস্তারিত আমাদের জানিয়ে দিন।
ভাল থাকবেন।
হালিমা আক্তার
নিজের সামনে নিজেকে দেখে অবাক হওয়া। বহুদিন পর আয়নায় নিজেকে দেখলে যা হয় আর কি। কালো চুল কখন সাদা হয়েছে খবর নেয়া হয়নি। কিশোরী বেলার নিজেকে দেখা হয়ে উঠেনি। শুভ রাত্রি।
ছাইরাছ হেলাল
সেই সাদাদের কথা এবার আমাদের শোনান!
কিশোরী বাদ রাখি!
বোরহানুল ইসলাম লিটন
ভাবনা জীবনের অবিচ্ছেদ্য অংশ
আর হরেক সাজের চঞ্চলা শব্দ তার জ্ঞাতী/বংশ।
সুন্দর অনুভবে অতি চমৎকার সৃজন।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
ভাবনা/স্মৃতি আমাদের বাঁচায়, কাদায় ও।
ভাল থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
নিজেকে চিনতে পারাটাও কঠিন ব্যাপার। এটাই আগে করা উচিত।
ছাইরাছ হেলাল
অবশ্যই কঠিন, তবুও আমরা সে চেষ্টাটি ই করতে চাই।
অনেক ধন্যবাদ।