
সামান্য একটু নিরাল আলতো শব্দ
নৈশ-শীত-নির্জনতার গভীরে প্রবেশ করে
ইস্পাত-চিৎকারে তীক্ষ্ণ প্রতিধ্বনি নিয়ে;
প্রস্রবণ টের পাচ্ছি না
তোতাদের সমবেত ধ্বনি
মৃতদের আর্তনাদ
বনাঞ্চলের শব্দ যজ্ঞ
গনগনে আগুনে মুখ
বাসের চাকায় চিড়ে চ্যাপ্টা
ডাস্টবিন-শিশুর কান্না
স্পর্শাতীত অশরীরীর দুরন্ত আনাগোনা
স্পর্শযোগ্য শরীরী কসরত
অনস্তিত্বের মত দাঁড়িয়ে ঠায় আছে;
পিছলে পড়া পরিশুদ্ধ সোনা-আলো
সময়ের পা-ছুঁয়ে, ফুটে উঠবেই সঙ্গম-সৌহার্দে।
ছবি নেটের।
১৬টি মন্তব্য
বন্যা লিপি
সময়ের পিঠে কষে কষাঘাত। শব্দনিকুঞ্জে প্রস্ফুটিত বাহারি শুদ্ধ আলোর প্রার্থনা।
ছাইরাছ হেলাল
প্রস্ফুটিত বাহারি শুদ্ধ কী না জানি না, অবশ্য ই একান্ত প্রার্থনা একটুখানি আলোর।
সুন্দর মন্তব্য, ভাল থাকুন।
রোকসানা খন্দকার রুকু
প্রার্থনা করি ফাঁক- ফোকর দিয়ে পরিশুদ্ধ সোনা আলো আসুক।।
শুভ কামনা অশেষ কবি।।
ছাইরাছ হেলাল
আলো আমাদের সবার ই কাম্য, পাই বা না-পাই।
ভাল থাকবেন আপনি।
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভুতির কাব্যিক কবি দা
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
এই পরিশুদ্ধ সোনা-বায়ু , সোনা আলো পরিশুদ্ধ গাঁ-গ্রামেই পরিশুদ্ধ রুপে মেলে শহুরে আধুনিক মেশিনের গর্জন বেসামাল জীবন। সব আছি দোড়ের উপর কোন থেকে কোনটা নেবো, কোথায় যাবো শুধুই হাত বদল।
আশাশীল মানুষ আশায় থাকি পাই বা না ি পাই একই কথা। শেষ যাত্রা ওপারে।
ছাইরাছ হেলাল
কোথাও না কোথাও আমরা পরিশুদ্ধতা পাবোই।
ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
সে আশায় নিরাশা হইনি হবোও না। ভালো থাকবেন সতত।
ছাইরাছ হেলাল
আশা নিয়েই আমরা বেঁচে থাকবো।ভাই।
শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
ঠিকঠাক বুঝিনি। মনে হচ্ছে মাটির গভীরে গিয়ে আলোর অপেক্ষায় আছি!
ফিচার ছবিতে সোনা-বৃষ্টি ঝরছে, এই জন্য নেট জগৎকে ধন্যবাদ দিতেই হয় 🙂
ছাইরাছ হেলাল
শুদ্ধতার অপেক্ষা আমাদের আজন্ম। এমরা তার ই অপেক্ষায় থাকি।
শুভেচ্ছা জানাচ্ছি।
হালিমা আক্তার
কয়েক বার পড়লাম। গভীর মর্মার্থ। কতটা বুঝতে পারলাম জানিনা। ধ্বংস লীলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আলোর অপেক্ষায় থাকি। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
আপনি অবশ্যই সুন্দর ভাবেই বুঝতে পেরেছেন।
শুদ্ধতার অপেক্ষা আমাদের থাকেই।
অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য।
বোরহানুল ইসলাম লিটন
সময়ই পারে শুদ্ধতার প্রকৃত মূল্যায়ন করতে।
অশেষ মুগ্ধতা রইল পাতায়।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
সময়ের আশ্রয়েই আমরা বেঁচে থাকি, মরেও যাই।
ধন্যবাদ আপনাকে।