নিঃসঙ্গতার বেলকনি

কামরুল ইসলাম ৬ ডিসেম্বর ২০২১, সোমবার, ০৯:১২:৫৭অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

 

 

মেঘে ঢেকেছে আকাশ,  

বৃষ্টির ফোটায় ফোটায় উষ্ণতা 

নিঃসঙ্গতার বেলকনিতে চাই 

তোমার সরব উপস্থিতি  

এক কাপ চায়ে,  ধোয়া উড়ানো 

ভালবাসার আদলে,  পাশাপাশি 

মিষ্টি,  নরম,  উষ্ণতার ছোয়ায় 

এক প্রহরের গল্পে, বৃষ্টির রিমঝিমে 

আকাশের নীল রঙ হয়ে , 

মেঘের শাবকে ভেসে ভেসে দুজন 

হংস বলাকা হয়ে আমরা 

ডানা ঝাপটাবো দিগন্তের শেষে 

বজ্রের ধ্বনিতে নিবিড় হবো 

অন্ত থেকে অন্তস্থলে, গভীরে 

চুমুতে চুমুতে সিক্ত হবে 

ভালবাসার বুকের প্রান্তর  । 

রচনা কাল ঃ ০৬/১২/২০২১ 

ঢাকা

৪৮৪জন ৩৮৬জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ