
মেঘে ঢেকেছে আকাশ,
বৃষ্টির ফোটায় ফোটায় উষ্ণতা
নিঃসঙ্গতার বেলকনিতে চাই
তোমার সরব উপস্থিতি
এক কাপ চায়ে, ধোয়া উড়ানো
ভালবাসার আদলে, পাশাপাশি
মিষ্টি, নরম, উষ্ণতার ছোয়ায়
এক প্রহরের গল্পে, বৃষ্টির রিমঝিমে
আকাশের নীল রঙ হয়ে ,
মেঘের শাবকে ভেসে ভেসে দুজন
হংস বলাকা হয়ে আমরা
ডানা ঝাপটাবো দিগন্তের শেষে
বজ্রের ধ্বনিতে নিবিড় হবো
অন্ত থেকে অন্তস্থলে, গভীরে
চুমুতে চুমুতে সিক্ত হবে
ভালবাসার বুকের প্রান্তর ।
রচনা কাল ঃ ০৬/১২/২০২১
ঢাকা
১৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কাব্যজুড়ে ভালোবাসর উষ্ণছড়ায়, বুকে থাক আদ্র শীতল।
কামরুল ইসলাম
ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
শুভ ব্লগিং।
আলমগীর সরকার লিটন
চমৎকার মেঘ আকাশ উষ্ণতার শুভেচছা রইল কবি দা ভাল থাকবেন সব সময়
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ বাহ্ মিষ্টি প্রেমের কবিতা। ভালো লাগলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
হালিমা আক্তার
চমৎকার প্রেমের উপাখ্যান।
কামরুল ইসলাম
ধন্যবাদ
মনির হোসেন মমি
শব্দের ভাজে ভাজে সুন্দর কাব্যপ্রেম উপসথানা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
বোরহানুল ইসলাম লিটন
প্রেমেভরা সুন্দর প্রয়াস।
বেশ অনুভবের বিচ্ছুরণ।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
শুভ কামনা