
আমার সখীর হাসি,
অপলক চোখে রোজ দেখে হয়
প্রকৃতিও উচ্ছ্বাসী।
গাগরী কাঁকালে যায় সে যখন
নদীতে বিকেল বেলা,
আলো ছায়া করে লুকায়ে দেখতে
মেঘালয়ে বসে খেলা।
ফুল ফল শাখে খুশির দোলনে
আঁকতে বদনখানি,
বারে বারে ধরে বক্ষে জড়ায়ে
সবুজ পাতার ছানি।
ঘাস ঝাড়ে খেয়ে হরেক ফড়িং
দেখবার এসে দোল,
ক্ষণে ক্ষণে গড়ে হাতছানি দিয়ে
দুষ্টুর কলরোল।
দূর থেকে দেখে মমতার ঘড়া
অতল দু’খানি আঁখি,
প্রেমের আবেশে সুরে সুরে মাতে
যুগলে যুগলে পাখি।
অবশেষে যদি পা ফেলে ব্যাকুলে
ফিরতি বাড়ির বাটে,
বিরহীর বেশে সূর্য হারায়
ধুসর খেয়ালী পাটে।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১৫টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
একটু অন্যরকম ভাবনায় প্রকাশ কবি দা
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ রইল কবি দা।
সুস্থ থাকুন ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
ভাবনাময় কাব্যমাখা ভালো লাগল
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল ভাই।
সুস্থ থাকুন ভালো থাকুন।
হালিমা আক্তার
অনবদ্য ভাবনায় মুগ্ধতা রেখে গেলাম।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
কাব্যিক এবং নান্দনিক প্রকাশ।
বোরহানুল ইসলাম লিটন
হার্দিক ধন্যবাদ রইল অপরিসীম।
সুস্থ থাকুন ভালো থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা রইলো ভাই।
মনির হোসেন মমি
প্রকৃতি প্রেমি কবি শুভ কামনা রইল।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন
নিরাপদে থাকুন।
অনন্য অর্ণব
খুব ভালো লিখেছেন। ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ আন্তরিক ধন্যবাদ রইল।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
কি সুন্দর লিখেন ! উপমায় ভরে উঠে কবিতার সৌন্দর্য। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।