
কখনো যদি ঘুম ভেঙ্গে যায় জোছনার আহ্বানে –
রাত্রির দেয়ালে লেপ্টে থাকা জোনাকির ডানা- সুশান্ত সমীরণ,
আহত হৃদয়ের পদাঙ্ক অনুসরণ করে ছুটে যেও সেই তিমিরে
নিজেকে সুপ্রসন্ন করে তবে তুমিও খুলো বাতায়ন
সহস্র বেলা অবেলায় ।
বিবর্ণ স্মৃতির পাতাগুলো ফেলে রেখে ঝাপসা আলোয়
মেঘেদের সাথে গড়ো মিতালী অমোঘ –
করাঘাতে নয়- দৃষ্টির সুতীক্ষ্ণ বাণে করো জর্জরিত
দুর্ভেদ্য দুর্গ তাহার,
আশু প্রশমনে হবে প্রশান্তি তোমার।
কখনো খেয়ালী মনে যদি প্রাণ ছুটে যায় দ্বৈরথ তেপান্তরে
কালো মেঘের ঘনঘটা দেখা দেয় সম্পর্কের নীলাম্বর জুড়ে
মরিচিকা ভেবে ভুলে যাও বিষন্ন অতীত –
আসছে ভোরের আলোয় অবগাহন করো প্রাণখুলে –
তুমিও ফিরে পাবে দুরন্ত শৈশব- যৌবনের খেয়ালী দুপুর ।
যখন সারাটি দিন কেটে যায় পাখির ছানার মতো –
নিষ্পাপ শিশুদের কলরব শুনে- কোন পাঠশালায় ,
তুমিও হারিয়ে যেও পুরনো সেই সোনালী অতীতে,
আবার শুরু করো বিক্ষিপ্ত জীবনটাকে গুছিয়ে নিয়ে
মুখোমুখি বসো তার – প্রলম্বিত গোধূলি বেলায় ।
ফটো : Afreen
১৩টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর সুধার ধারা।
প্রতিটি উপমা এক একটি চঞ্চলা প্রাণের সাড়া।
অশেষ মুগ্ধতা নিয়ে গেলাম চুপিসারে।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
অনন্য অর্ণব
প্রতিনিয়ত প্রাণোচ্ছল উৎসাহ দিয়ে যাচ্ছেন, ভালোবাসা অনিমেষ দাদাভাই। ভালো থাকবেন সবসময় 😍
সাবিনা ইয়াসমিন
বিষন্ন অতীত বড্ড বেহায়া টাইপের হয়,
পিছু ছাড়ে না;
সোনালী অতীত ফিরে ফিরে আসে একমুঠো গোধুলি নিয়ে….সেও খুব নাজুক সময়ে,
দুরন্ত শৈশব, খেয়ালী যৌবন খুঁজে বেড়ায় সোনালী-ক্ষণ
এই– এক-ই বর্তমানে।
অনন্য অর্ণব
অনেক অনেক ভালোবাসা আপু। অতীতকে ঘষামাজা করে যদি ভালো কিছু পাওয়া যায় তবে মন্দ কি ?
হালিমা আক্তার
অতীত মোহমায়ায় রাখে জড়িয়ে। অতীতের স্মৃতি কাতরতা নিয়ে যায় যদি সোনালী সেই শৈশবের সোনালী উঠানে। ক্ষতি কি, কিছুটা দুরন্তপনা চলুক বর্তমানে। আপনার প্রতিটি কবিতা উপমায় ভরপুর। শুভ কামনা রইলো।
অনন্য অর্ণব
অতীতকে ফিরিয়ে আনা যায় না, তবে সোনালী অতীতকে বর্তমানের সাথে গেঁথে ভবিষ্যতকে অবশ্যই আলোকিত করা সম্ভব। ধন্যবাদ আপু।
ছাইরাছ হেলাল
বললেই যদি সব কিছু শুরুর মত করে শুরু করা যেত
তাহলে তো সময়কে উল্টো পায়ে হেঁটে আসতে হবে বহু দূর থেকে!!
অনন্য অর্ণব
জীবনের শেষ দিকে মানুষ আবার শুরু করতে চায়, যাদের যৌবন সুশৃঙ্খল কেবল তারাই বার্ধ্যক্যে শৈশব ফিরে পায়। ধন্যবাদ ভাইয়া।
মনির হোসেন মমি
সব কিছু সহজ ভাবে নেয়ার চমৎকার উপমা মিশ্রিত কাব্য।তবে অতীত বড় যন্ত্রণাদায়ক।
অনন্য অর্ণব
পজিটিভকে হাইলাইট করে নেতিবাচক সময়কে ছুঁড়ে ফেলতে পারলে জীবন সত্যিই সুন্দর আর উপভোগ্য হয়ে উঠে। ধন্যবাদ।
মনির হোসেন মমি
সুতরাং
অলওয়েজ থিংকিং পজিটিভ।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
আমরা সবাই জীবনের পড়ন্ত-বিকেলে ফিরে যেতে চাই ভোরের সিন্গ্ধ প্রহরে । কিন্তু যেতে চাইলেই কি যাওয়া যায়! বিধাতা যে এখানে বড়ই নির্মম। স্মৃতিরা ঠিক সময়ে-অসময়ে হানা দেয় উলোটপালোট করে দিতে জীবনের ছন্দ-সুর। খুব ভালো লাগা রইলো
অনন্য অর্ণব
চাইলেই অতীতে ফিরে যাওয়া যায় না, তবে অনুভূতির সর্বাংশে অতীতের সুখস্মৃতির অনুলিখন সম্ভব। শুভ কামনা আপু।