রুবাইয়াত-ই-বোরহান (হাসি ও দুখের ঝড়)

বোরহানুল ইসলাম লিটন ২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ০৭:২৫:২০পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

(হাসি)

ঘর বাহিরে সবাই হাসে, হাসতে কে রোজ পারে না?
শীতকালে যার ঠোঁট ফেটে যায় সেও তো দেখি ছাড়ে না!
বলছো তা সব সুখের ধারে অট্ট মৃদুর ভাব সাড়া!
ঢাকতে বদন ক্যান তবে দুখ হাসতে সুযোগ ছাড়ে না?

(দুখের ঝড়)

একই বৃন্তের দু’ফুল থেকে একটি গেলে আজ ঝরে,
অপরটি হয় দুখের দাসী ভিত হয়ে কাল নড়বড়ে।
বয় যদি তাই মন্দ বাতাস লাগলে মৃদু ছোঁয়া তার,
চক্র হারে যায় বেড়ে তা ঝড় সেজে ফের অন্দরে!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৪৮২জন ৩৬১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ