জেগে থাকার ঘুম

ছাইরাছ হেলাল ৪ আগস্ট ২০২১, বুধবার, ০৯:২৯:৩৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

পরস্পর দুশমন, ঘুম ও জাগরণ,
শেষমেশ কে কাকে বেছে নেবো/নেবে;
সামান্য একটু মাঙ্গলিক তদন্ত শেষে, পাশাপাশি বসে,
সহায়ক পদক্ষেপ কী বা কী কী নেয়া যায়,
নিরপেক্ষ অবাধ উন্মুক্ততায়, ন্যায়-নিষ্ঠ মিষ্টতায়;

দু’ভাগকারী এদিক না ওদিক অংক-হিশেব ফেলে-টেলে
নিদেন পক্ষে মুখোমুখি না-হোক, পিঠোপিঠি তো বসা যেতেই পারে;
অক্ষত বৃষ্টির ছাট এড়িয়ে;

না, নাহ; নীরবতার কোন হিমেল ফারাক বিকেল-বৃষ্টিতে থাকে না;
গিজগিজ করা আলগা চটুলতা-ও না;
চাঁদের বুড়ির ছুঁড়ে দেয়া জ্যোৎস্না-কানাগলির ভাঁজে ওলট-পালট
জড়াজড়ির ষোলকলা পূর্ণ হতে দেয়া যাবে না কিছুতেই,
এ-কথা ও-কথার ফাঁকে একটুখানি সুসম্ভ্রমের আফিম-তরু!
নাহ্, তাও না;

ধারাবাহিক বৃত্তের লেজে পা-রেখে একটু রমণীয় বৃষ্টিস্নাত হয়ে,
জেগে থেকেই ঘুমিয়ে যাব, বা ঘুমিয়েই জেগে থাকবো!
নিরবিচ্ছিন্ন হৃদয়ে, চমক/ঝিলিকের গাঢ় জাল বিছিয়ে!!

গান ও ছবি নেটের।

৬৫৬জন ৫৪০জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ